এই পোস্টে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি পকেট রাউটার এর খরচ সম্পর্কেঃ

অনেক ধরনের পকেট রাউটার আছে,

তবে পকেট রাউটার ধারা সিম দিয়ে চালানো যায় এমন রাউটার কে বুঝানো হয়


পকেট রাউটার সম্পর্কেঃ

Pocket রাউটার সিম এর মাধ্যমে কাজ করে আমরা যেভাবে মোবাইল এ MB/এম্বি কিনে থাকি পকেট রাউটারেও সেভাবে এম্বি কিনতে হয়, পকেট রাউটার সব ধরনের সিম সাপোর্ট করে, পকেট রাউটার সিম এর ইন্টারনেট কে ওয়ার্লেস/ Wireless Network এ কনভার্ট করে একাধিক মোবাইলে চালানোর সুযোগ করে দেয়

পকেট রাউটার এর মাসিক খরচঃ

ধরা যাক আপনি যদি গ্রামিনফোন সিম দিয়ে পকেট রাউটার টি ব্যাবহার করে থাকেন এবং আপনি প্রতিদিন ১জিবি ইন্টারনেট ব্যাবহার করেন তবে মাসে আপনি ৩০ জিবি ইন্টারনেট ব্যাবহার করেন সেক্ষেত্রে ৩০ জিবি এর একটি প্যাকেজ এর দাম ৪৫০ টাকা থকে ৬০০ টাকার, অর্থাৎ এই টাকাই হচ্ছে আপনার পকেট রাউটার এর মাসিক খরচ,
তাই আপনার সুবিধার্থে বাংলালিংক, রবি, এয়ারটেল অথবা টেলিটক সিম দিয়ে পকেট রাউটার ব্যাবহার করতে পারেন।

তবে পকেট রাউটার এর বৈশিষ্ট্য হচ্ছেঃ

১। এটাতে ব্যাটারি থাকবে

২। সিম ব্যাবহার করা যাবে

৩। ওয়াইফাই সিগ্নাল থাকবে